ফরিদপুরে ইয়াবাসহ ৩ যুুবক আটক
ফাইল ছবি
ফরিদপুরের চরভদ্রাসনে ১৪১০ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চরভদ্রাসন উপজেলা সদরের মাথাভাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার মধ্য বাবুরচর গ্রামের তোতা মিয়ার ছেলে ওসমান (২০), পিঁয়াজখালী গ্রামের হালিম বেপারির ছেলে রাসেল বেপারি (২১) ও চরভদ্রাসন উপজেলার চরসুলতানপুর গ্রামের মোসলেম শেখের ছেলে রাশেদ (২৮)।
চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত জাগো নিউজকে জানান, আটকরা উপজেলার মাথাভাঙ্গা নামক স্থানে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছিলো। খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন ও এএসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১৪১০টি ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ