কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ জহিরুল ইসলাম (৫৭) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জহিরুল ইসলাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসাবাসি এলাকার মৃত এলিম উদ্দিনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার সালমা আক্তার জানান, রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল ইসলাম। এ সময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জহিরুল ইসলাম ১৯৯৯ সালের ১৯ জুলাই থেকে কারাগারে ছিলেন। গত ৩০ জানুয়ারি থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি ছিলেন। এর আগে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। জহিরুল ইসলাম গাজীপুরের কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা
- ২ যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলার অভিযোগ
- ৩ ‘বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই’
- ৪ আমাদের করা মামলায় শত শত আসামি নেই: শফিকুর রহমান
- ৫ জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল