ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতালে নেয়ার পথে সাবেক পুলিশ কনস্টেবলের মৃত্যু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আসাদুল ইসলাম (২৯) পুলিশের সাবেক কনস্টেবল ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি মাদক মামলায় গত ১৩ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি ছিলেন আসাদুল। সোমবার দুপুর পৌনে ১২টায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের জানিয়েছে তার বুকে ব্যথা হচ্ছে। পরে তাকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাদক মামলার আসামি হওয়ায় তিনি চাকরিচ্যুত হয়েছেন। আসাদুল পুলিশ কনস্টেবল ছিলেন।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ