দুই যুবকের কাছে মিলল ১৫৫টি স্মার্টফোন
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধপথে ভারত থেকে আনা ১৫৫টি স্মার্টফোনসহ দুজনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- জেলা শহরের পৈরতলা এলাকার আব্দুল আউয়ালের ছেলে আক্রাম হোসেন (২০) ও জেলার নবীনগর উপজেলার আশ্রাফপুর গ্রামের রহিস মিয়ার ছেলে ইমাম হোসেন (৩৬)।
পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশ সোনারামপুর এলাকার হোটেল ওজান ভাটির সামনে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে বিভিন্ন মডেলের ১৫৫টি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাইভেটকারে থাকা দুই যুবকের কাছে স্মার্টফোনগুলোর বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা ব্যর্থ হন। জব্দ ফোনগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্মার্টফোনগুলো আনা হয়েছে। এগুলো ঢাকার বিভিন্ন দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা করা হবে।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম