বিদেশ থেকে টাকা পাঠানো বন্ধ করায় স্ত্রীকে হত্যা, স্বামীর কারাদণ্ড
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ছমির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মামলার একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ছমির উদ্দিন পাকুন্দিয়া উপজেলার বোরগাঁও পশ্চিমপাড়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার বোরগাঁও গ্রামের মো. নুরুল ইসলামের মেয়ে মর্জিনা আক্তারকে আট বছর আগে বিয়ে করেন ছমির উদ্দিন। মর্জিনা লেবাননে শ্রমিকের কাজ করে স্বামীর কাছে টাকা পাঠাতেন। একপর্যায়ে টাকা পাঠানো বন্ধ করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়।
২০১৭ সালের ১২ জুলাই মর্জিনা লেবানন থেকে বাবার বাড়িতে আসেন। একই বছরের ১৪ জুলাই সকাল ১০টার দিকে ছমির উদ্দিন তার শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি শুরু করেন তিনি। এ সময় ছুরিকাঘাতে মর্জিনাকে গুরুতর আহত করেন ছমির উদ্দিন। পাকুন্দিয়া হাসপাতালে নেয়ার পর মর্জিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার পরপরই ছমির উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিহত মর্জিনার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ।
নূর মোহাম্মদ/এএম/এমকেএইচ