ক্লাস চালুর দাবিতে রাস্তায় ঝিনাইদহ পলিটেকনিকের শিক্ষার্থীরা
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটের ক্লাস কার্যক্রম চালুর দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কলেজের সামনে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করতে থাকেন তারা। কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের দ্বিতীয় শিফটের তিন শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, চলতি মাসের ১ তারিখ থেকে দ্বিতীয় শিফটের সকল ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। এতে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলেই তারা বলেন, আমাদের ক্লাস নিতে সরকার যে ভাতা দিত তা কমিয়ে দিয়েছে। ফলে সেটা না বাড়ানো পর্যন্ত ক্লাস নেব না। তাই আমরা শিক্ষার্থীরা চাই, সরকার যেন এসব সমস্যার সমাধান করে ক্লাস কার্যক্রম দ্রুত চালুর ব্যবস্থা করে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাজহারুল আলম জানান, দ্বিতীয় শিফটের প্রতি ক্লাসের জন্য সরকার আমাদের বেতন স্কেলের ৫০ শতাংশ ভাতা দিত। কিন্তু প্রায় ২০ মাস ধরে তা কমিয়ে ২৫ শতাংশ হারে দিচ্ছে। এটি বাড়ানোর কথা বলেও বাড়াচ্ছে না। ফলে আমরা ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ক্লাসসহ দ্বিতীয় শিফটের সকল কার্যক্রম বন্ধ রেখেছি। সরকার এটি চালু করলে আমরা পুনরায় ক্লাসে ফিরে যাব।
আব্দুল্লাহ আল মাসুদ/এমএআর/জেআইএম