দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
বগুড়ার শাজাহানপুর উপজেলার অন্তর্গত বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের সুজাবাদ এলাকায় অবস্থিত দুটি ইটভাটায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা এবং উপজেলার খলিশাকান্দি এলাকায় একটি অবৈধ মাটির পয়েন্টকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, পৌর এলাকা ও এলজিডি রাস্তার পাশে অবস্থান করায় ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত আইন ০১৯) ৮ এর ১ (খ) ধারায় আরকেবি নামে ইটভাটা কর্তৃপক্ষকে দুই লাখ ও এআরবি নামে ইটভাটা কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায়ও করা হয়। ইটভাটাগুলির কোনো কাগজপত্র ছিল না। এছাড়া খলিশাকান্দি এলাকায় টপভাটার পাশে একটি অবৈধ মাটির পয়েন্টকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
লিমন বাসার/এমএআর/এমকেএইচ