অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় চাকা ভেঙে অটোরিকশা উল্টে চালক হাবিব হোসেন (৪০) নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি)) সকালে চুয়াডাঙ্গা শহরের সরকারি ছাগল খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব হোসেন জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের জমির উদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সায়েম বলেন, সকালে হাবিব নিজের অটোরিকশায় করে আসবাবপত্র তৈরির কাঠ নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে ছাগল খামারের কাছে পৌঁছালে অটোরিকশার একটি চাকা ভেঙে উল্টে যায়। এতে হাবিব কাঠের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আব্দুস সায়েম বলেন, অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।
আরএআর/এমকেএইচ