আগুনে পুড়ে পাঁচ ঘর ছাই
মাদারীপুরের শিবচরে আগুনে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে সন্ধ্যায় রান্না ঘর থেকে আগুন লেগে মাহাবুব খানের দুটি ঘর, ফরহাদ খানের একটি ঘর ও বাবু মাদবরের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে শিবচর ফায়ার সার্ভিসের কমীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পাঠাই। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস