কাজিরহাট থানা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলাম শরীফকে (৪০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে নিজ বাড়ি চরসোনাপুর গ্রাম থেকে আটক করা হয়।
কাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীদের নিয়ে সম্প্রতি এলাকায় কয়েকটি গোপন বৈঠক করনে অহিদুল ইসলাম। এমন খবরের ভিত্তিতে নিজ বাড়ি থেক তাকে আটক করা হয়। ওসি আরো জানান, অহিদুলের বিরুদ্ধে এর আগেও থানায় নাশকতার পরিকল্পনার মামলা রয়েছে। পূর্বের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সাইফ আমীন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মঞ্চে সস্ত্রীক গান গাইলেন বিএনপির প্রার্থী ফজলুল হক মিলন
- ২ দুই দশক পর ফেনীতে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ছাত্রদল নেতাকে অব্যাহতি
- ৪ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে টাঙ্গাইলের জয়
- ৫ ‘হিন্দু ভাইদের দিকে বাঁকা করে তাকালে চোখ উঠাইয়া ফেলাবো’