নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের অবকাশ কালিন বেঞ্চের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহামুদ হোসেন মঙ্গলবার এ রায় প্রদান করেন বলে আইনজীবী মো. জয়নাল আবেদিন নিশ্চিত করেছেন।
তবে এ ব্যাপারে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তবিবুর রহমান বলেন, নির্বাচন স্থগিতের বিষয়টি লোকমুখে শুনেছি। এ বিষয়ে কোনো অফিসিয়াল আদেশ পাইনি। সহকারী রির্টানিং অফিসার মো. গিয়াস উদ্দিনও একই কথা বলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনারের পক্ষে গত ২ সেপ্টেম্বর উপ-সচিব মো. শামসুল আলম স্বাক্ষরিত পিরোজপুর জেলা নির্বাচন অফিসারের কাছে আগামী ১৫ অক্টোবর এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ সংক্রন্ত একটি চিঠি আসলে জেলা নির্বাচন অফিসার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩ জন প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গত বছরের ২৭ ফেব্রুয়ারি নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০ দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম খানের প্রার্থীতা নিয়ে আইনি জটিলতা দেখা দিলে তিনি প্রার্থীতা বহাল রাখার জন্য হাইকোর্টে রিট করেন। তার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার (নজরুল ইসলাম খান) পক্ষে ১ বছর সময় দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। এ সময়ের মধ্যে মামলাটি নিস্পত্তির জন্য বলা হয়।
কিন্তু সে সময় শেষ হলে হাইকোর্ট তার বিপক্ষে রায় দিলে তিনি সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের জন্য আবেদন করলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন। এছাড়া নজরুল ইসলাম খানের বিরুদ্ধে হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর, নাশকতাসহ বেশ কয়েকটি মামলায় আদালতে পুলিশ চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে গত ১৭ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে পদটি শূন্য ঘোষণা করা হয়।
হাসান মামুন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’