রাজশাহীর দুই থানার ওসি ক্লোজড
রাজশাহীর বাঘা ও চারঘাট থানার দুই ওসিকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) তাদের লাইনে ক্লোজড করার আদেশ জারি করেন। শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী জেলা পুলিশ সুপার নিসারুল আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমানের স্থলে ডিএমপির ওসি আলি মাহমুদ ও চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের স্থলে ডিএমপি ডিবির ওসি নিবারণ চন্দ্র বর্মণকে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, তাদের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ ও নানা অনিয়ম, মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় ক্লোজড করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
শাহরিয়ার অনতু/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি