ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তাহিরপুরে ডিপজলকে দেখতে মানুষের ঢল

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০১ মার্চ ২০২০

জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে দেখতে সুনামগঞ্জের তাহিরপুরে উৎসুক মানুষের ঢল নেমেছে।

রোববার দুপুরে ঢাকা থেকে আরআর এভিয়েশনের একটি হেলিকপ্টারে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি। আগে থেকেই উৎসুক মানুষ ভিড় করতে শুরু করেন। মানুষের ঢল সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে।

jagonews24

রোববার রাতে উপজেলার বাদাঘাট বাজারের পাশে ননাই গ্রামে এক ওরসে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন ডিপজল।

মনোয়ার হোসেন ডিপজল সুনামগঞ্জে কোনো সিনেমার শুটিংয়ে নয়, তিনি এসেছেন তাহিরপুর উপজেলার বড়দল (উ.) ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের আমন্ত্রণে। আগামীকাল সোমবার (২ মার্চ) তিনি তাহিরপুর উপজেলার বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে দেখবেন।

মোসাইদ রাহাত/এমএএস/এমএস