মোটরসাইকেল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ
প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় জালাল উদ্দিন (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জালাল উদ্দিন উপজেলার শাকাহার ইউনিয়নের ফেসকা গ্রামের প্রয়াত ইজারত উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিলন চ্যাটার্জি জানান, সকালে জালাল উদ্দিন ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় আসলে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ