ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বৃদ্ধ বাবাকে মারধর, ছেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ১০:০১ পিএম, ০২ মার্চ ২০২০

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবাকে মারধরের অপরাধে ছেলে দিলদার আলীকে (৩৪) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভা এলাকার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত দিলদার আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর গ্রামের দিলদার আলী সোমবার নিজ বাড়িতে বসে গাঁজা সেবন করছিলেন। এরপর নেশার ঘোরে বৃদ্ধ বাবা মফিজ উদ্দীনকে মারধর করেন। এ দৃশ্য প্রতিবেশীরা দেখে মোবাইল ফোনে প্রশাসনের কর্মকর্তাদের জানান। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দ্রুত পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচার করা হয় দিলদার আলীর।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সাজাপ্রাপ্ত দিলদার আলীর বিরুদ্ধে গ্রামবাসীরা মৌখিক অভিযোগ করেন। ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে দিলদার আলীকে প্রকাশ্যে মাদক সেবন, বৃদ্ধ বাবাকে মারধর ও বিশৃঙ্খলা করার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আরএআর/এমএস