ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়খালীতে ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে মশাল মিছিল

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৪ মার্চ ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মশাল মিছিল করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা এ মিছিল করেন।

মিছিলটি জেলা ফায়ার সার্ভিস এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান নেতাকর্মীরা।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সহ-সভাপতি আশরাফুল আলম, বর্তমান সহ-সভাপতি রেজাউল করিম পারভেজ, শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন ইফতি, জাহিদুর হাসান শুভ, সাবেক ছাত্রলীগ নেতা ছগির আহমেদ ইমন, রাকিব পাটোয়ারি, শাহ নেওয়াজ হীরা, শাহাদাত হোসেন রায়হান ও সাইফুল ইসলাম রকিসহ প্রমূখ।

Lakshmipur

এদিকে রাকিব হত্যার প্রতিবাদে বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও অজানা কারণে কর্মসূচিটি স্থগিত করা হয়।

কাজল কায়েস/এফএ/জেআইএম