ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৫ মার্চ ২০২০

নরসিংদীর রায়পুরায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মাহমুদাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার খাচ্চর গ্রামের হজরত আলীর ছেলে তোফাজ্জল হোসেন তপু (৪২) ও একই এলাকার ফজলুর রহমানের ছেলে মো. আলমগীর (৩৬)। নিহত তোফাজ্জল হোসেন তপু রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী এবং আলমগীর প্রবাসী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তোফাজ্জল হোসেন তপু ও আলমগীর মোটরসাইকেলযোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভৈরবে যাওয়ার পথে বিপরীতগামী ব্রাহ্মণবাড়িয়ার উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়লে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ভৈরব হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে এবং মোটরসাইকেলসহ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলে তিনি জানান।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম