নাজমূল কি আর ফিরবে না!
ঈশ্বরদীতে নিখোঁজ হওয়ার পাঁচ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র নাজমূল হোসেনের। ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া থেকে গত পাঁচ দিন আগে মো. নাজমূল হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়।
সে দাশুড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মহশীন আলীর ছেলে ও রাজাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-৩৫৬, তাং-৭/১০/২০১৫।
স্কুলছাত্র নাজমূলের বাবা মহশীন আলী জাগো নিউজকে জানান, গত ৫ অক্টোবর বেলা ১১টার সময় পরীক্ষা দেয়ার জন্য স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি নাজমূল। স্কুলে খোঁজ নিয়ে জানতে পারি সেদিন অনুষ্ঠিত টেস্ট পরীক্ষাতেই সে অংশগ্রহণ করেনি। বাবার প্রশ্ন, তাহলে কোথায় গেল নাজমূল?
তিনি আরও জানান, ওই দিনের পর থেকে সম্ভাব্য সকল স্থানেই খোঁজ-খবর করা হয়েছে, কিন্তু ছেলের খোঁজ পাওয়া যায়নি। নাজমূল মেধাবী ছাত্র, কিন্তু বর্তমান সময়ের ছেলেদের মতো সে মোবাইল ফোন ব্যবহার করে না।
এলাকাবাসী জানান, নাজমূল অত্যন্ত ভালো ও ভদ্র ছেলে। তার নিখোঁজ হওয়ার ঘটনাটি এলাকাবাসীকে চিন্তিত করে ফেলেছে।
এ বিষয়ে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের খাঁন জাগো নিউজকে জানান, নাজমূল তিনটি টেস্ট পরীক্ষয় অংশগ্রহণ করেছে। চতুর্থ পরীক্ষাতে অনুপস্থিত ছিল। পরে জানতে পারি সে নিখোঁজ হয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জাগো নিউজকে বলেন, তার বার্তার মাধ্যমে সকল স্থানে খবর পৌঁছানো হয়েছে এবং চেষ্টা চলছে।
আলাউদ্দিন আহমেদ/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ