ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুলাভাইয়ের সঙ্গে ব্যাগ কিনতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ১০:৪০ এএম, ০৭ মার্চ ২০২০

পঞ্চগড়ে ট্রাকচাপায় ময়ূরী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জগদল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নতুন স্কুলব্যাগ কেনার জন্য দুলাভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে মার্কেটে যাচ্ছিল ওই ছাত্রী।

নিহত ময়ূরী তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আনারুল ইসলামের মেয়ে ও দেবনগড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাভাই আরিফ হোসেনের (২৫) সঙ্গে নতুন স্কুলব্যাগ কেনার জন্য মোটরসাইকেল করে পঞ্চগড়ে যাচ্ছিল ময়ূরী। পথে জগদল বাজারের গোয়ালঝাড়ে ট্রাকটি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে ময়ূরী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আরিফ হোসেন।

পঞ্চগড় সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরএআর/এমএস