ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রাইভেটকার কেড়ে নিল অটোবাইক চালকসহ দুজনের প্রাণ

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১১ মার্চ ২০২০

পটুয়াখালীতে প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।

আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার গাবুয়া স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাউফল উপজেলার দাসপাড়া এলাকার কাশেম শিকদারের ছেলে মো. নুরুল ইসলাম (৬০) ও টাউন জৈনকাঠি এলাকার মো. আলাউদ্দিন তালুকদারের ছেলে মো. কুট্টি তালুকদার (৪২)।

পটুয়াখালী সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, বুধবার সন্ধ্যায় বরিশাল থেকে পটুয়াখালী আসার পথে দুটি অটোবাইককে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেটকার। এতে দুজন নিহত এবং সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক মো. গোলাম কিবরিয়া বলেন, নয়জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত সাতজনের চিকিৎসা চলছে।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/জেআইএম