ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১২ মার্চ ২০২০

কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল অরোহী তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর গ্রামের হাদিউলের ছেলে রাকিব (১৯), একই এলাকার মদু মিয়ার ছেলে নূর আমিন (১৭) ও কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট মতলবপুর গ্রামের আবুল কালামের ছেলে নয়ন (২০)। রাকিব এবার এসএসসি পরীক্ষায় দিয়েছেন। অপরদিকে নূরে আলম পিরিজপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র।

dead

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, ভৈরব থেকে একটি মালবাহী ট্রাক কিশোরগঞ্জ যাচ্ছিল। দুপুর দেড়টার দিকে মধ্য পিরিজপুর ইউসুফ আলী মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাক ও এর চালক আপন মিয়াকে আটক করেছে।

নূর মোহাম্মদ/আরএআর/এমকেএইচ/জেআইএম