ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৬ মার্চ ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মঙ্গলবার (১৭ মার্চ) পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বুধবার (১৮ মার্স) থেকে যথারীতি রফতানি শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সস্পাদক রাজীব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে। বুধবার থেকে আবারও রফতানি কার্যক্রম শুরু হবে।

প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রফতানি হয়। আগরতলা থেকে এসব পণ্য দেশটির সেভেন সিস্টারখ্যাত সাত রাজ্যে যায়।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ