ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চা খেয়ে ফেরার পথে প্রাণ গেল দুই বন্ধুর

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:২০ এএম, ১৭ মার্চ ২০২০

যশোর সদর উপজেলার রাজাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে খাজুরা কলেজ-রাজাপুর সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন (২২) ও আরোহী একই গ্রামের কুরবান আলীর ছেলে যশোর সরকারি সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র সবুজ হোসেন (২১)।

স্বজনরা জানান, সোমবার মোটরসাইকেলে করে তারা দুই বন্ধু বেড়াতে যান। রাত ১০টার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পেছনে আজিজুল স্টোর থেকে দুই বন্ধু চা খেয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। রাজাপুর মাঠের ডাঙ্গাবয়রা নামকস্থানে পৌঁছালে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এ সময় তারা দু’জন ঘটনাস্থলেই মারা যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ইছালী ফাঁড়ি পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মিলন রহমান/এফএ/জেআইএম