প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে বখাটের ছুরিকাঘাত
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের ছুরিকাঘাতে আকলিমা বেগম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলোখি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা স্বামী লিটন মিয়ার সঙ্গে বনিবনা না হওয়ায় একমাত্র ছেলেকে নিয়ে নিলোখি গ্রামে বাবার বাড়িতে থাকতেন। তিনি ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫ দিন আগে নিলোখি গ্রামের জুয়েল মিয়ার ছেলে মনির হোসেন বিয়ের প্রস্তাব দেন আকলিমাকে। বিয়েতে রাজি না হওয়ায় সোমবার রাতে আকলিমাকে ছুরিকাঘাত করেন মনির।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মনির পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ