ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২০

মানিকগঞ্জ সদর উপজেলায় মোকছেদ আলী (৫২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার হিজলাইন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোকছেদ আলী সদর উপজেলার লেমুবাড়ি এলাকার মৃত বসির আলীর ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে খাবার খেয়ে মোকছেদ বাড়ির বাইরে হাঁটতে বের হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। মঙ্গলবার সকালেও ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনেরা বিভিন্ন স্থানে তার খোঁজ নেন। দুপুরে সদর উপজেলার হিজলাইন এলাকায় কালীগঙ্গা নদীর পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি বলেন, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার ঘাড়ে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বি.এম খোরশেদ/আরএআর/এমকেএইচ