যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে সনাতন চন্দ্র ভৌমিক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সনাতন চন্দ্র ভৌমিক একই উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করে মামলার বরাত দিয়ে জানান, ১৯৮৭ সালে কামারখন্দ উপজেলার হরিপদর মেয়ে স্বপ্না রানীর সঙ্গে বিয়ে হয় সনাতন চন্দ্র ভৌমিকের। বিয়ের সময় যৌতুক হিসেবে ধার্য করা এক লাখ টাকার মধ্যে ৬০ হাজার টাকা দেয়া হয় তাকে। বাকি ৪০ হাজার টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ভৌমিক। এরই একপর্যায়ে ২০০১ সালের ২ আগস্ট রাতে যৌতুকের দাবিতে স্ত্রী স্বপ্না রানীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেন সনাতন ভৌমিক।
এ ঘটনায় নিহতের মা রাজু বালা দে বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সনাতন ভৌমিক সপরিবারে পলাতক রয়েছেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ প্রামাণিত হওয়ায় আসামির অনুপস্থিতিতে বুধবার বিচারক এ দেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস