নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে থানা সংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাসু (৩২) ও তার ছেলে শাকিল (৮)। তাদের বাড়ি উপজেলাপঞ্চক্রোশী ইউনিয়নের চর সাতবাড়িয়া গ্রামে। হাসু সদরের একটি মিষ্টির দোকানে কর্মচারী ছিলেন।
উল্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক আলহাজ উদ্দিন জানান, দুপুরে থানা সংলগ্ন করতোয়া নদীর ঘাটে গোসল করতে নেমে সকলের অগোচরে বাবা ও ছেলে নদীতে নিখোঁজ হয়। এ ঘটনার পর দুপুর সোয়া ২টার দিকে স্থানীয়রা গোসল করতে নেমে প্রথমে ছেলে ও পরে বাবার লাশ উদ্ধার করে।
স্বজনরা লাশ ২টি বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাদল ভৌমিক/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি