সাভারে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
সাভারে অজ্ঞাত এক যুবকের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে সাভারের কমলাপুর সাদুল্যাপুর তুরাগ নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার দুপুরে সাদুল্যাপুর তুরাগ নদীতে অর্ধগলিত এক যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অজ্ঞাত ওই যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। যুবকের পরনে ছিলো প্যান্ট ও শার্ট।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
আল-মামুন/একে/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই দশক পর ফেনীতে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ২ শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ছাত্রদল নেতাকে অব্যাহতি
- ৩ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে টাঙ্গাইলের জয়
- ৪ ‘হিন্দু ভাইদের দিকে বাঁকা করে তাকালে চোখ উঠাইয়া ফেলাবো’
- ৫ কালীগঞ্জে প্রতিবন্ধী শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহে সৎমা