পাকশীতে হাবিলদার খুন : আসামিদের ৫ দিনের রিমান্ড
বহুল আলোচিত ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল হাবিলদার সুজাউল ইসলাম হত্যা মামলায় গ্রেফতারকৃত চার আসামিকে পাঁচ দিনের রিমান্ডে এনেছে ঈশ্বরদী থানা পুলিশ। রোববার বিকেল চারটা থেকে এ রিমান্ড কার্যকর হয়েছে।
এই মামলার তদন্ত কর্মকর্তা ইসলাম হোসেন জাগো নিউজকে জানান, আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা আছে।
রিমান্ডে আনা আসামিরা হলেন, পাকশী যুক্তিতলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে খোকন, বাঘইল পশ্চিমপাড়া গ্রামের জহির প্রামানিকের ছেলে জনি প্রামানিক, ঠাকুরপাড়ার আব্দুস সামাদের ছেলে মাসুদ রানা ও আওতাপাড়া গ্রামের ওবায়দুল ইসলাম।
উল্লেখ্য গত ৪ অক্টোবর রাতে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন হাবিলদার সুজাউল ইসলাম।
আলাউদ্দিন আহমেদ/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই দশক পর ফেনীতে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ২ শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ছাত্রদল নেতাকে অব্যাহতি
- ৩ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে টাঙ্গাইলের জয়
- ৪ ‘হিন্দু ভাইদের দিকে বাঁকা করে তাকালে চোখ উঠাইয়া ফেলাবো’
- ৫ কালীগঞ্জে প্রতিবন্ধী শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহে সৎমা