ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২১ মার্চ ২০২০

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আতিকুর রহমান (২০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের খালবাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত আতিকুর মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে এবং জামালপুর ইউনিয়নের খালপাড়ী গ্রামের একটি মাদরাসার শিক্ষার্থী।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর জানান, সকাল ৯টার দিকে বালিয়াকান্দির খালবাড়ীতে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্বায় আতিকুল নিহত হন।

রুবেলুর রহমান/আরএআর/এমএস