ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই হাজার বস্তা চাল মজুত করায় দুই গুদাম সিলগালা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২২ মার্চ ২০২০

কৃত্রিম সংকট তৈরি করে চাল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করার ঘটনায় ব্যবসায়ীদের সতর্ক করার একদিন পরেই ভ্রাম্যমাণ আদাললত পরিচালনা করল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।

রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে জেলা শহরের শহরের আনন্দ বাজারে অভিযান চালায় ভ্রাম্যামাণ আদালত। এ সময় বেশি দরে বিক্রি করার উদ্দেশ্যে আড়াই হাজারেরও বেশি বস্তা চাল গুদামে মজুদ করে রাখায় জেলার সবচেয়ে বড় চাল ব্যবসায়ী ইব্রাহিম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করার ঘটনায় ব্যবসায়ীদের সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান। এর প্রেক্ষিতে রোববার এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ইব্রাহিম মিয়ার নিয়ন্ত্রিত দুইটি গুদামে মজুদ রাখা দুই হাজার ৬৪৭ বস্তা চালের কোনো কাগজপত্র দেখাতে না পারায় গুদাম দুইটি সিলগালা করে দেয়া হয়েছে।

ইউএনও পঙ্কজ বড়ুয়া সাংবাদিকদের জানান, র্যাব, পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও একই সময়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে পৃথক আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শহরের জগৎ বাজার ও সড়ক বাজারে চালানো এ অভিযানে অতিরিক্ত মূল্য পণ্য বিক্রির দায়ে ৮ জন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজিজুল সঞ্চয়/এমএএস/এমকেএইচ