ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ১১:১৯ পিএম, ২২ মার্চ ২০২০

কিশোরগঞ্জের যশোদলে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব রেললাইনের কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জিআরপি পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ‘আখাউড়া বিকেসি’ নামের ট্রেনটি মালবোঝাই করে ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যাচ্ছিল।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের অতিক্রমের কিছুক্ষণ পর যশোদল রেলস্টেশনের কাছে পৌঁছলে ট্রেনটির ইঞ্জিনের ঠিক পেছনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে পড়ে এ রুটে ট্রেন চলাচল।

আখাউড়া বিকেসি ট্রেনের লোকোমোটিভ মাস্টার মো. মুজিবুর রহমান জানান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।

নূর মোহাম্মদ/জেডএ