ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০১:১৩ এএম, ২৪ মার্চ ২০২০

হবিগঞ্জ কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার রাতে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত কুতুব উদ্দিন (৫৫) চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা আজগর আলীর ছেলে।

হবিগঞ্জ কারাগারের জেলার মো. জয়নাল আবেদীন ভূঞা বলেন, কুতুব উদ্দিন একটি বিচারাধীন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোকন/এএম/এমআরএম