ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা নিয়ে চিকিৎসকের আবেগঘন স্ট্যাটাস

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাস আতঙ্ক এখন সর্বত্র। বাংলাদেশে গত ৮ মার্চ এ ভাইরাস শনাক্ত হয়েছে। তবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত না হলেও দুই হাজারের অধিক হোম কোয়ারেন্টাইনে আছে। এখনই জেলার পরিস্থিতি লাগাম টানতে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছেন চিকিৎসকরা।

সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিসিয়া) ডা. হাবিবুর রহমান।

status

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া স্ট্যাটাসটি জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো,

রাস্তায় এখন পুলিশ, সেনাবাহিনী।
আর হাসপাতালে কসাই নামক ডাক্তারগুলো।
যুদ্ধ কারা করতেছে?
কারা সবার আগে লড়ে যাচ্ছে?
যান তো একটু!
হাসপাতাল ভিজিট করে আসেন।
সাহসে কুলায় আপনাদের?
সারাজীবন যাদেরকে
তুচ্ছতাচ্ছিল্য করেন,
তারাই এখন বুক ফুলিয়ে
সবার সমানে এসে দাঁড়িয়েছে।
কেউ নিজের জীবন মায়া ত্যাগ করে
রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বলতেছে,
‘আপনারা বাসায় অবস্থান করেন,
নিরাপদে থাকেন!’
আর কসাই নামক মানুষগুলো
আপনাকে প্লেকার্ড দেখিয়ে বলতেছে,
‘আমি আপনার জন্য হাসপাতালে,
আপনি আমার জন্য বাসায় থাকুন।’
আমরা এখন মন থেকে শুধু একটাই চাই, আপনারা ঘরে থাকুন।
নিজেরা সুস্থ থাকুন। আমাদেরকেও সুস্থ থাকতে দিন।

শুভরাত্রি।।।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/বিএ/জেআইএম