গাজীপুরে সেনা মোতায়েন
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন শুরু হয়েছে। ১৮ বেঙ্গল রেজিমেন্টের লে. কর্নেল মোহাম্মদ রাজিব হোসেন খানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার (২৪ মার্চ) গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সঙ্গে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, জনবহুল গাজীপুর সিটি কর্পোরেশনসহ জেলায় কী পরিমাণ সেনা সদস্য মোতায়েন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জেলার কোন কোন এলাকায় প্রবাসীরা এসেছেন তা চিহ্নিত করে প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েন হবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া বিধি নিষেধ এবং নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ২ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৩ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৪ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৫ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির