ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফাঁকা বন্দর থেকে ট্রাক চুরি করে পালানোর সময় ধরা

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৭ মার্চ ২০২০

বেনাপোল বন্দর থেকে ভারতীয় ট্রাক চুরি করে পালানোর সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ট্রাক উদ্ধার করেছে বন্দরে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে বেনাপোল বন্দর টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে সোহাগ (২০) ও যশোরের খয়েরতলা এলাকার সরোয়ার হোসেনের ছেলে শাকিল (১৬)।

বন্দরের নিরাপত্তাকর্মী কমিউনিটি পুলিশের কমান্ডার আকবার হোসেন বলেন, করোনা আতঙ্কে বেনাপোল স্থলবন্দরে ছুটি থাকায় ভারতীয় ট্রাক চালকরা ট্রাক বন্দরে রেখে ভারতে চলে যান। এ সুযোগে ফাঁকা বেনাপোলে এক শ্রেণির চোর চক্র ভারতীয় ট্রাক চালকদের রেখে যাওয়া ট্রাক চুরি করে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। আটক দুই চোরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, আটক ট্রাক চোরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামাল হোসেন/এএম/জেআইএম