ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘বেশি করে হাত ধোব, করোনা থেকে মুক্ত থাকব’

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে হবিগঞ্জে টহল শুরু করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর হেঁটে হেঁটে পুরো শহর প্রদক্ষিণ করে জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান সেনা সদস্যরা। তারা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা চালান।

মাইকিং করে সেনা সদস্যরা বলেন, বেশি করো হাত ধোব, করোনা থেকে মুক্ত থাকব। ঘরে থাকব, সুস্থ থাকব। নিজে সংক্রমিত হবো না, অন্যকে সংক্রমিত করবো না।

এ সময় বিভিন্ন স্থানে কয়েকজন জটলা বেঁধে আড্ডা দেয়ায় তাদেরকে ধাওয়া দিয়ে বিচ্ছিন্ন করে দেয়া হয়। অনেক স্থান থেকে আড্ডারতদের সরিয়ে দেয়া হয়। লে. কর্নেল খন্দকার মেহেদী আল মাহমুদের নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়।

এর আগে সকালে সেনা কর্মকর্তারা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস