ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কয়েলের আগুনে সব পুড়ে ছাই

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৭ মার্চ ২০২০

নওগাঁর মান্দা উপজেলায় মশার কয়েলের আগুনে পুড়ে একটি গোয়ালঘর ছাই হয়ে গেছে। এতে গরু ও ছাগলসহ তিনটি প্রাণী মারা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গোয়ালঘরের মালিক লুৎফর রহমানের প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লুৎফর রহমান তার গোয়ালঘরে মশার উৎপাত কমাতে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েল জ্বালিয়ে দেন। রাত ১০টার দিকে হঠাৎ গোয়ালঘরে আগুন লেগে যায়।

এ সময় স্থানীয়রা আগুন দেখে চিৎকার শুরু করে। সেই সঙ্গে আগুন নেভানোর জন্য ছুটে আসে তারা। পরে মান্দা ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। আগুনে গোয়ালঘরে থাকা দুটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। এতে লুৎফর রহমানের প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী অফিসার গোলাম সারোয়ার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করেছি। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

আব্বাস আলী/এএম/জেআইএম