ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ত্রিশ হাজার পরিবারে খাবার পৌঁছে দেয়া হবে : খন্দকার মোশাররফ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৭ মার্চ ২০২০

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, করোনাভাইরাস এখন একটি বৈশ্বিক দুর্যোগ। এখনও আমাদের দেশে এ ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে আছে। এ দুর্যোগ কাটিয়ে উঠতে সরকারের পাশাপাশি সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।

তিনি বলেন, করোনাভাইরাসের পরিস্থিতিতে ফরিদপুর শহরের ২৭টি ওয়ার্ডের ১৫ হাজার পরিবার এবং সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১৫ হাজার মোট ৩০ হাজার দরিদ্র ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হবে। আগামী দু-এক দিনের মধ্যে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হবে।

তিনি আরও বলেন, আপনারা ঘরে থাকুন। ঘর থেকে বের হবেন না। আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবে আমাদের দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের বদরপুর আফসানা মঞ্জিলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের ব্যক্তিগত সুরক্ষা ইকুইপমেন্ট (পিপিই) প্রদানকালে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

এর আগে করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের সুরক্ষায় নিজস্ব উদ্যোগে চিকিৎসক ও তাদের সহযোগীদের পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেন তিনি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের কাছে ৫০০টি ব্যক্তিগত সুরক্ষা ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আ স ম জাহাঙ্গীর হোসেন টিটু, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম খবিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বুলু প্রমুখ।

এদিকে শহর আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের ২৭টি ওয়ার্ডে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সহায়তা কেন্দ্র খুলেছে শহর আওয়ামী লীগ। এসব কেন্দ্র থেকে সহায়তা প্রদান করছে নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ফরিদপুরে এখন পর্যন্ত কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি। গত ২৪ ঘণ্টা জেলায় নতুন করে ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ১৫৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এর মধ্যে ছুটি দেয়া হয়েছে ৫৩৪ জনকে।

বি কে সিকদার সজল/এমএএস/পিআর