সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টাইনে আরও ৮৫ জন
সিলেট বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৮৫ জন। আর কোয়ারেন্টাইনে থাকার ১৪ দিন মেয়াদপূর্ণ করার পর তাদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়ায় কোয়ারেন্টাইন থেকে ২৬৮ জন মুক্ত করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখা শুরু করে।
সিলেট বিভাগে ২৬৮ জন কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯০ জন, সুনামগঞ্জ জেলায় ৬৫ জন, মৌলভীবাজারের ৪৩ জন এবং হবিগঞ্জ জেলায় ৭০ জন আছেন।
ডা. আনিসুর রহমান আরও জানান, সিলেট বিভাগে এখন ১ হাজার ৭৫৩ জন হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। নতুনভাবে কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৮৫ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং হবিগঞ্জ জেলায় ৩৭ জন।। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বেশীরভাগই বিদেশফেরত।
ছামির মাহমুদ/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ