ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লকডাউন শিবচরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০২:০৮ পিএম, ৩০ মার্চ ২০২০

১৯ মার্চ বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউনের ঘোষণা দেয় উপজেলা প্রশাসন। এরপর থেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। উপজেলার প্রায় বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চারদিকে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসব কিছুর মধ্যেই সোমবার দুপুরে শিবচর উপজেলার ভান্ডারীকান্দি গ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার দুপুরে শিবচর উপজেলার ভান্ডারীকান্দি এলাকায় ইটবোঝাই মাহেন্দ্র গাড়ি ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইব্রাহিম খান (১৯) নিহত হন। নিহত ইব্রাহিম খান বাঁশকান্দি ইউনিয়নের চর শেখপুর গ্রামের মোজাম্মেল হক খানের ছেলে।

শিবচর থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নাসিরুল হক/এফএ/এমকেএইচ