ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তায় আড্ডা দিতে নিষেধ করায় যুবক খুন

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:১১ পিএম, ০১ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শরীফ হোসেন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শরীফ হোসেন কাশিপুর আদর্শনগর এলাকার আলাল মাদবরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দু’দিন আগে শরীফের দোকানের সামনে স্থানীয় বখাটেরা আড্ডা দিচ্ছিল। শরীফ তাদের রাস্তায় আড্ডা দিতে নিষেধ করেন। এ নিয়ে শরীফের সঙ্গে লিমন, শাকিল, সম্রাটসহ আরো কয়েকজনের কথা কাটাকাটি হয়। পরে তারা শরীফকে হুমকি দিয়ে চলে যায়। তারই জের ধরে বুধবার সকালে শরীফকে একা পেয়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। খুনিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শাহাদাত হোসেন/এফএ/এমকেএইচ