সর্দি-কাশির রোগীরা কেন চিকিৎসা পান না, জানতে চান প্রতিমন্ত্রী
চিকিৎসকদের উদ্দেশ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, করোনাভাইরাসে সারা বিশ্ব এখন ক্রান্তিকালের মধ্য দিয়ে চলছে। এ অবস্থায় সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। সর্দি-কাশি নিয়ে হাসপাতালে এলে কেন রোগীরা চিকিৎসা পান না? তাদের চিকিৎসা দিতে হবে।
বুধবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন ও সমাজসেবা কর্তৃক পরিচালিত রোগী কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে জনমনে কিছুটা হলেও আতঙ্কের সৃষ্টি হয়েছে। হাসপাতালে এখন জ্বর, সর্দি-কাশি নিয়ে রোগী এলে চিকিৎসা দেন না চিকিৎসকরা। রোগীদের ফেরত দেয়া হয়। কিন্তু করোনাভাইরাস না ভেবে এদের সঠিক চিকিৎসা দিতে হবে। এসব সাধারণ রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হবে। জ্বর, সর্দি-কাশির কোনো রোগী যেন হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ফেরত না যান।
তিনি বলেন, করোনা রোগী পাওয়া গেলে তার চিকিৎসা পৃথকভাবেই করা হবে। তাই সাধারণ রোগীরা যেন হাসপাতালে এসে চিকিৎসাবঞ্চিত না হন। সেদিকে খেয়াল রাখতে হবে চিকিৎসকদের।
নেত্রকোনা হাসপাতালে সিজারের জন্য আসা রোগীদের জেলার বাইরে না পাঠিয়ে নেত্রকোনা হাসপাতালে সিজার করার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন তিনি। সমাজসেবা বিভাগ পরিচালিত নেত্রকোনা হাসপাতালের রোগী কল্যাণকেন্দ্রের জন্য আট লাখ টাকা বরাদ্দ দেন প্রতিমন্ত্রী।
পরে প্রতিমন্ত্রী সিভিল সার্জন ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন তাজুল ইসলাম খান, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কর্মকার ও সমাজসেবা বিভাগের ডিডি আলাল উদ্দিন প্রমুখ।
কামাল হোসাইন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি