ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে সর্দি-জ্বরে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৪ এপ্রিল ২০২০

নাটোরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার রাতে মারা যান তিনি।

নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, কাফুরয়িা গ্রামের এক ব্যক্তি (৫৫) জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে নাটোর হাসপাতালের একটি দল তার রক্ত সংগ্রহ করেছেন। পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস