৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার
প্রতীকী ছবি
টাঙ্গাইলের বাসাইলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাব নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহরাব উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়া পাড়ার বাসিন্দা।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাবলা ইউনিয়নের পাটখাগুড়ি গ্রামের বাসিন্দা এক সিএনজিচালকের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে বুধবার (১ এপ্রিল) বিকেলে পাশের বাড়ির এক বান্ধবীর সঙ্গে বাগানে খেলতে যায়। এ সময় সোহরাব ওই শিশুটিকে টাকা দেয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সোহরাব দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা চালায় একটি মহল। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার (৩ এপ্রিল ) রাতে বাসাইল থানায় সোহরাবকে আসামি করে মামলা করেন।
ওই শিশুর পরিবার জানায়, সোহরাবের বিরুদ্ধে এর আগেও তার নিজ গ্রামে আরওও দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রামের মাতব্বররা বিচারও করেছে। তবে সোহরাব স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পার পেয়ে গেছেন।
বাসাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, অভিযুক্ত বৃদ্ধ সোহরাবকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমকেএইচ