সেনবাগে বরযাত্রীর মাইক্রোবাস দুর্ঘটনায় শিশু নিহত
নোয়াখালীর সেনবাগে বরযাত্রীরর মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সানজিদা আক্তার (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আরো তিনজন আহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলা ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট এলাকায় মঙ্গলবার দুপুর আড়াইটায়।
স্থানীয় এলাকাবাসী ও সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জাগো নিউজকে জানান, চট্রগ্রাম থেকে বরযাত্রী নিয়ে বেশ কয়েকটি মাইক্রোবাস ও প্রাইভেটকার দুপুরে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুরের দিকে যায়। তখন গাজীরহাটের হরিণকাটা নামকস্থানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সানজিদা আক্তার (১৪) মারা যায়। এসময় গাড়িতে থাকা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ফেনী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিজানুর রহমান/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি