ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুর মেডিকেলে আইসোলেশনে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০১:১০ পিএম, ০৬ এপ্রিল ২০২০

জ্বর, কিডনি সমস্যা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ৯টার দিকে মারা যান তিনি। গত ৪ এপ্রিল শারীরিক অসুস্থতা বোধ করলে হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধ।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি কিডনির সমস্যা, জ্বর ও নিউমোনিয়ায় ভুগছিলেন। রোববার (০৫ এপ্রিল) বিকেলে তার শরীরের নমুনা নিয়ে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আমরা এখনো রিপোর্ট পাইনি।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির মরদেহ পৃথকভাবে রাখা হয়েছে। তার দাফনের বিষয়ে সরকারি আদেশ অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছে।

সিকদার সজল/এফএ/এমকেএইচ