নড়াইলে ২৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার
নড়াইলে ২৫ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে নড়াইল-যশোর সড়কের সিতারামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
আটকরা হলেন, যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার পাচপোতা গ্রামের জালালউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী অহিদা বেগম (৩৪), যশোর সদর উপজেলার চাচড়া গ্রামের কাজী আবু বক্কারের ছেলে খশরুল আলম (৩৬) এবং প্রাইভেট কারের চালক শাহিন (২৬)।
ডিবি এ এস আই (উপ-পরিদর্শক) রেজাউল করিম জাগো নিউজকে জানান, প্রতিদিনের মতো সিতারামপুর এলাকায় ডিবি পুলিশ চেকপোস্ট বসে। এসময় পুলিশের সন্দেহ হলে তাদের প্রাইভেটকার তল্লাশি চালানো হয়। এসময় আনুমানিক ২৫ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের নামে নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাফিজুল নিলু/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ