ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১০ টাকা কেজির ১৪ বস্তা চালসহ ব্যবসায়ী ধরা

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১১:২৩ এএম, ০৭ এপ্রিল ২০২০

নওগাঁর বদলগাছীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১৪ বস্তা চালসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিলাশবাড়ী ইউনিয়নের বিলাশবাড়ী গ্রাম থেকে চালগুলো উদ্ধার করা হয়।

আটক সোহেল রানা গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানি।

বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিলাশবাড়ী গ্রামে সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১০ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল (প্রতি বস্তা ৩০ কেজি ওজন) উদ্ধার করা হয়। সরকারি চাল অবৈধভাবে রাখার দায়ে সোহেল রানাকে আটক করা হয়েছে। এরপর উদ্ধারকৃত চালগুলো বিলাশবাড়ী ইউনিয়নের চেয়রাম্যান সাইদুর রহমান কেটুর জিম্মায় রাখা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান সাইদুর রহমান কেটু বলেন, বিলাশবাড়ী গ্রামের ডিলার সোমবার ১০ টাকা কেজির চাল বিক্রি করেন। তার কাছে ৪৯৭ জন কার্ডধারীর কার্ড আছে। প্রতি বস্তায় ৩০ কেজি চাল থাকে। একজন সুবিধাভোগী ৩০০ টাকায় এক বস্তায় চাল কিনে নেন। অনেক সুবিধাভোগী চাল কিনে নেয়ার পর রাস্তায় গিয়ে হয়ত তা বিক্রি করে দিয়েছেন। সোহেল রানা একজন মুদি দোকানি। আর সে চালগুলো তিনি কিনেছেন এমনটা হতে পারে। কারণ যারা সুবিধাভোগী তারা অনেকেই এসব চালের ভাত না খেয়ে বিক্রি করে দেন।

আব্বাস আলী/আরএআর/জেআইএম