আইসোলেশনে মারা যাওয়া সেই কৃষকের করোনা ছিল না
প্রতীকী ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্রাহ্মবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সেই কৃষকের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন।
সোমবার (০৬ এপ্রিল) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের ৪৫ বছর বয়সী ওই কৃষকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন সকালে তিনি জর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎকরা তাকে ঢাকায় পাঠান। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
বাঞ্ছারামপুর উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন বলেন, ওই কৃষকের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
আজিজুল সঞ্চয়/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক